today visitors: 5073432

কোটচাঁদপুরে ঘাস কেটে বাড়িতে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু। 

 

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাঠ থেকে ছাগলের জন্য ঘাস কেটে বাড়িতে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে ও এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের চাচা ইউপি সদস্য আলী হোসেন বলেন, প্রায়ভেট পড়া শেষে সকালে ফাহাদ মোটরসাইকেলে করে ভুট্টা ক্ষেত থেকে ঘাস কেটে নিয়ে মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন।

 

পথে রেলক্রসিংয়ে পৌঁছালে উত্তরবঙ্গগামী রুপসা ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা দুই ভাই তৌফিক বড়ো ও ফাহাদ ছোট। সেখান থেকে মৃত দেহ বাড়িতে আনা হয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুরের স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, রুপসা ট্রেনে দূর্ঘটনা ঘটেছে। ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন ছাড়ে ৯ টার সময়। এখন আর খবর দেয়া লাগে না। ঘটনার পর যে কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে জানাজানি হয়ে যায়। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই)শহিদুল ইসলাম বলেন, শুনেছে ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে যায় আগে। তদন্তে যদি কারো কোন অভিযোগ না থাকে ডিসি স্যারের কাছ থেকে যদি অনুমতি নিতে পারে তাহলে রেখে যাব। আর যদি অভিযোগ থাকে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে হবে।