শিমুল রানা, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন দুজন। আজ (১৮ ফেব্রুয়ারি) সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস জোয়ার্দ্দারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং বাউমান টালাবহ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)।
তিনজনই ছিলেন নির্মাণ শ্রমিক।
সরেজমিনে জানা যায়, সোমবার সকালে বোর্ডঘর এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহাসড়কের উল্টো পথ দিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌঁছলে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মফজেল হোসেন, জাহিদুল ইসলাম ও শওকত আলী নামের তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।
ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করে কালিয়াকৈর থানায় নেওয়া হয়েছে ও ট্রাকে কাগজপত্র দেখে ট্রাকের মালিক সনাক্ত করে চালককে খোজার চেষ্টা অব্যাহত আছে।