শীলাচার বন বিহারে  সীবলী পূজা অনুষ্ঠিত  

 

 

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টারঃ

বিশ্বের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় সার্বজনীনভাবে বুদ্ধ পূজা, ১৮তম মহান লাভীশ্রেষ্ঠ সীবলী মহাস্থবির পূজা ও অষ্টবিংশতি বুদ্ধ পূজাসহ নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করেছে শীলাচার বন বিহারের দায়ক-দায়িকা ও বিহার পরিচালনা কমিটি।

 

আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শীলাচার বন বিহারে ১৮তম মহান লাভীশ্রেষ্ঠ সীবলী মহাস্থবির পূজা ও বিশ্বের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় এবং অষ্টবিংশতি (২৮ বুদ্ধ পূজা) বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়।

 

সীবলী মহাস্থবির পূজা অনুষ্ঠানে গুণোত্তম পবিত্র ভিক্ষু সঙ্ঘের প্রধান রাঙামাটি পার্বত্য জেলার রাজবন বিহারের ভিক্ষু সঙ্ঘের প্রধান ও আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ভিক্ষু সঙ্ঘের মধ্যমণি হিসেবে উপস্থিত থেকে ধর্ম দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও ধর্ম দেশনা প্রদান করেন পানছড়ি উপজেলার পূজগাঙ প্রজ্ঞা সাধনা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ অনমোদর্শী মহাস্থবির, শীলাচার বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির প্রমূখ।

 

এ ১৮তম সীবলী পূজা উদযাপন উপলক্ষে শীলাচার বন বিহারে বিভিন্ন বিহার ও কুটির থেকে ভিক্ষু সঙ্ঘের উপস্থিতি বেশ দৃশ্যমান হয়েছে।

 

সীবলী পূজা অনুষ্ঠানে বুদ্ধ বন্দনা ও পঞ্চশীল প্রার্থনা করেন এবং বক্তব্য রাখেন শীলাচার বন বিহার পরিচালনা কমিটির সভাপতি হেম রঞ্জন চাকমা (কার্বারী)। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জে এ মুকুল চাকমা।

 

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।