মোঃ ইব্রাহীম খলিল রাজন, তুরাগ উওরা ঢাকা
ঢাকা তুরাগ থানাধীন বাউনিয়ার ঐতিহ্যবাহী খাজা মহিউদ্দিন শাহ (রঃ) মাজার শরীফে তিন দিন ব্যপী ৭২ তম বাৎসরিক ও ৪০তম ওফাৎ বার্ষিকী ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে।
প্রতি বছর ফাল্গুন মাসের এক তারিখ থেকে শুরু হয়ে তৃতীয় দিন বিশেষ দোয়ার মধ্যে দিয়ে ওরস মোবারক এর সকল কার্যক্রম শেষ হয়। বার্ষিক এই ওরস মোবারকে সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত আশেকানগন শরীক হন। প্রতিবারের মত এবার ও সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত আশেকানগন ইতিমধ্যে দরবার শরীফে এসে জমায়েত হয়েছেন। এন্তেজামিয়া কমিটির একসদস্য জানান আগত ভক্ত আশেকানদের থাকা ও মেহমানদারির জন্য দরবার শরীফের পক্ষ থেকে সু-ব্যবস্থা করা হয়েছে, যাতে করে দুর দুরান্ত থেকে আগত ভক্ত আশেকানদের কোনরকম অসুবিধা না হয়। ওরস মোবারক এর সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় ভলান্টিয়ার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আগত এক ভক্ত জানান প্রতিবারের ন্যায় এবারের ওরসে ভক্তদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে ছয়টি মহিস এসেছে যেগুলো আগত আশেকানদের মেহমানদারির জন্য খাওয়ানো হবে।
সুত্র মতে মাজার শরীফের বর্তমান পীর শাহ মোহাম্মদ শাহজালাল (দা) পর্যায়ক্রমে তাহার বড় ভাই শাহ মোহাম্মদ হেলাল এর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমান পরিচালনা কমিটির প্রধান ও গদীনশীল পীর শাহ মোহাম্মদ শাহজালাল সম্পর্কে পীরে কামেল খাজা মহিউদ্দিন শাহ এর নাতী হন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ওরস উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের খাবার ও খেলনা সহ বাহারি পন্যর দোকান বসেছে। শিশু ও কিশোর কিশোরদের জন্য নাগরদোলা সহ বিভিন্ন খেলনার আয়োজন অনুষ্ঠানকে আরো উৎসবমুখর করে তুলেছে। দলে দলে নারী পুরুষ আসছে তাদের ভক্তি শ্রদ্ধার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ওরস মোবারক উদযাপন করছেন।