কচুয়া উপজলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.সালাউদ্দিন সরকার ৩নং বিতারা ইউনিয়নে বিশাল মতবিনিময় সভা।

 

 

প্রতিবেদন মো:আনোয়ার হোসেন (রাজ) কচুয়া চাদঁপুর প্রতিনিধি /

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চাঁদপুরের কচুয়া উপজলা ভাইস চেয়ারম্যান প্রার্থী

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক

মো: সালাহউদ্দিন সরকার বিতারা প্রাইমারি স্কুল মাঠে আনুষ্ঠানিক বাবে জনসাধারনের। সাথে মতবিনিময়ে সভা ও দোয়ার আয়োজন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা।

মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ অঙ্গসংগঠনের আয়াজনে বিতারা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গে ও সর্ব সাধারণের সাথে মতবিনিময় সভা ও দোয়ার আয়াজন। করা হয়।

এসময় বক্তব্য কালে কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সালাহউদ্দিন সরকার বলেন। আমি কখনো ভাবি নি আমার মতবিনিময় সভায় এত মানুষ হবে।

 

আসলে আপনারা যে আমাকে ভালোবাসেন এটা তার প্রমান আমি আমার বক্তব্য দীর্ঘ না করি আপনারা সকলেই আমার অভিভাবক হয়ে আগামী নির্বাচনে সকলেয় সমর্থন দিল আমি প্রার্থী হয়ে প্রচারনা করব এবং জয়ী হলে মিলে মিশে এলাকার উনয়নের কাজ করবো।

 

 

স্থানীয় উপস্থিত ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো:কবির হোসেন মজুমদার,৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো:সোহাগ খান সদস্য কচুয়া উপজেলা আওয়ামী লীগ মিজানুর রহমান সরকার কচুয়া উপজেলা আওয়ামী লীগ মিলিটারি সদস্য মো:জাকির

সাধারণ সম্পাদক সাচার ডিগ্রী কলেজ সোহেল মামুন। ৩ নং বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ইসলাম ভূঁইয়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ সকল সংগঠনর এবং মেম্বার মহিলা মেম্বারসহ

আরো অনেকে।

 

মতবিনিময় সভায় আগামী ষষ্ঠ উপজলা পরিষদ নির্বাচন কচুয়া উপজলা ভাইস চেয়ারম্যান পদে কচুয়া উপজেলা ছাত্রলীগ। আহ্বায়ক মো.সালাহউদ্দিন সরকারকে

দলমতের ঊর্ধে উঠে বিপুল ভাটে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন ৩নং বিতারা ইউনিয়নের এলাকাবাসী।