today visitors: 5073432

শাকিব খান তো কাউকে আটকে রাখেনি: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :

গেল কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন অপু বিশ্বাস। বিভিন্ন ব্র্যান্ডের শো-রুম উদ্বোধনে বেশি সময় দিয়েছেন। তবে এবার অভিনয়ে মন দিয়েছেন এ নায়িকা। টানা পর পর কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার।

চলতি বছর ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় হাজির হয়েছেন অপু। গত ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’ নামে আরেকটি সিনেমা।

নিজের ক্যারিয়ার নিয়ে সামাজিক মাধ্যমে অপু লিখেছেন, ‘একটা সময় এক ঈদে আমার ৫টি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

নিজেকে আবারও পর্দায় দেখা যাবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে আগের সোনালি দিন ফিরে পাচ্ছে। সবকিছুই সুন্দর হচ্ছে।’

অপু আরও লিখেছেন, ‘রাতারাতি কিছু হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। আর ভালো কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আজ থেকে তিন-চার বছর আগে এমনও শুনতে হয়েছে আমি আর সিনেমায় ফিরতে পারব না। আপনাদের দোয়ায় কাজে ফিরেছি। বর্তমানে ব্যক্তির কাজের জায়গা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ভালো চলছে প্রডাকশন হাউসও। এ ছাড়া নতুন একটা ব্যবসা শুরু করেছি। অভিনেত্রী হিসেবেও কাজ করছি। সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি।’

শাকিব খানকে নিয়ে তিনি লিখেছেন, ‘প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না। তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনও সেই সুযোগ দিত না এবং মেপে কথা বলত না। শাকিব খান বুঝেশুনে কথা বলে। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছে।’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’। অনুপম কথাচিত্র প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খান প্রমুখ।