today visitors: 5073432

মেডিকেলে ভর্তি পরীক্ষায় সারাদেশে তৃতীয় হয়েছে টেকনাফের সন্তান জামি।

 

কে এম হোসাইন শরীফ

টেকনাফ প্রতিনিধি :

 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন।

প্রকাশিত ফলে জাতীয় মেধায় তৃতীয় স্থান অধিকার করেছেন টেকনাফ উপজেলার হ্নীলার সন্তান আহমদ আব্দুল্লাহ জামি। সে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ছিলেন। জামি’র গর্বিত পিতা আলহাজ্ব মুছা কলিম উল্লাহ একজন মাদ্রাসা শিক্ষক।

প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী তাজওয়ার হাসনাত তোহা। চতুর্থ স্থান অধিকার করেছেন মাশকুরা খন্দকার মেধা। পঞ্চম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী মোছা: ফাওজিয়া ফারিহা।

প্রকাশিত ফলে জাতীয় মেধায় তৃতীয় স্থান অধিকার করেছেন আহমদ আব্দুল্লাহ জামি। সে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ৯১.৫ নাম্বার পেয়ে তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আহমদ আব্দুল্লাহ জামি জানান, এই যাত্রা মোটেও সহজ ছিলনা। রেজাল্ট পাওয়ার পর প্রথম আমি বাবাকে কল করেছিলাম। আমার বাবা খুব খুশি হয়েছেন।

তিনি আরো বলেন, পরীক্ষার হলে আমি সব সময় নিজেকে সব সময় ভীতি মুক্ত রাখতে চেয়েছি। বিভিন্ন পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি ভীতি কাটানোর চেষ্টা করেছি। পরীক্ষার হলে একঘণ্টা সময়ে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি এটি পেরেছি বলেই আজকে এতো ভালো রেজাল্ট করতে পেরেছি।

জামি’র পিতা জনাব মুছা কলিম উল্লাহ প্রথমে আল্লাহর শোকরিয়া আদায় করে বলেন, এটা জিবনের বড় প্রাপ্তি। ছেলেটা চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে এমন প্রত্যাশা করেন তিনি। সীমান্ত থেকে চট্টগ্রামে পড়াশুনা করে এমন বিরল ফলাফল অর্জন করা খুব সহজ ছিল না।