সিহাবুল আলম সম্রাট , রাজশাহী
১৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং রাজশাহী মেট্রোপলিটনের বেলপুকুর থানাধীন বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট নং ০১ (দোমাদি-বাশপুকুর) বিট অফিসার এস আই আকতার হোসেন। আলোচ্য বিষয় বাল্যবিবাহ, মাদকদ্রব্যের কুফল সমন্ধে জনসচেতনা বিষয়ে। উপস্থিত ছিলেন উক্ত এলাকার শিক্ষক, যুবক, সাধারণ সচেতন জনগন, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বেলপুকুর থানার পুলিশ।
এস আই আকতার হোসেন তার বক্তব্যে বলেন আমাদের সমাজে বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরী হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়৷ বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতিসাধনেও সহায়ক।
মাদকদ্রব্য সেবনে শারীরিক ও মানসিক শক্তি লােপ পেতে থাকে। মাদকাশক্তি মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়। মাদকাশক্ত মানুষ মাদকদ্রব্য সংগ্রহের জন্য চুরি, ডাকাতি, খুন, ছিনতাই প্রভৃতি অপকর্মে লিপ্ত হয় ও নানা বিধ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এ বিষয়ে পরিত্রাণের জন্য সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়ে বলেন।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃসিহাবুল আলম সম্রাট বলেন ” বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যু ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ে।
মাদকদ্রব্য সেবনের ফলে উশৃঙখল ও অসংলগ্ন আচরণ, উত্তেজনা, খিটখিটে মেজাজ, অনিদ্রা, স্মৃতি বিভ্রাট , চরিত্রে লাম্পট্য, স্বার্থপরতা, কর্মদক্ষতার অবনতি, কাজে নিরুৎসাহ, উদাসীনতা, নিষ্ঠুরতা, হতাশা , অবশাদ , বিষন্নতা, আত্ম হত্যার প্রবনতা , গুরুতর মানসিক ব্যধি, ধর্মীয় কাজে বিমূখতা , মিথ্যাচারিতা, অপরাধ প্রবনতা বৃদ্ধি ইত্যাদি মানসিক রোগে আক্রান্ত হয়।
মাদকদ্রব্য বিষয়ে পারিবারিক, সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।মাদক সেবন নিজের সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে, পুরো পরিবারকে শেষ করে দেয়। তাই কৌতূহলেও কখনো মাদক সেবন করা যাবে।