নওগাঁ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন হাজারো নেতা-কর্মী

 

মোঃ নুর সাইদ ইসলাম, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ -২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে এ আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নতুন ভাবে তফসিল ঘোষণার পর দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আনন্দ-মূখর পরিবেশে গত ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পূর্ন হয়েছে। এ আসনে বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী শহিদুজ্জামান সরকার বাবলু। তিনি ১ লাখ ১৮ হাজার ৯শ’ ৪১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার দিনব্যাপী এমপির বাসভবনে এ জয়ে আনন্দে উৎফুল্ল ধামইরহাট ও পত্নীতলাবাসী। নব নির্বাচিত সংসদ সদস্য কে তাদের প্রানের নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে দিনব্যাপী দুই উপজেলার দূর-দূরান্ত হতে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায় শহীদুজ্জামান সরকারের বাসভবনে। স্লোগানের স্লোগানের মুখরিত সঙ্গে ফুলের তোড়া শুভেচ্ছার আমেজে উন্মাতাল যুব সমাজ ও নেতা কর্মীরা। ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করছেন এলাকাবাসী ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কা প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার আকতারুল আলম ৭৪ হাজার ৩শ’ ৮১ টি ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটারের ৫৭.১১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নওগাঁ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনের ১শ’ ২৪ টি ভোট কেন্দ্রের অধিনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ১শ’ ৩২ জন।ধামইরহাট উপজেলার ৫৩টি ভোট কেন্দ্রের অধিনে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১৫ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩শ’ ১ জন, মহিলা ৭৮ হাজার ৭শ’ ১৩ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।অপরদিকে পত্নীতলা উপজেলায় ৭১টি কেন্দ্রের অধিনেমোট ভোটার রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১শ’ ১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২শ’ ৭১ জন এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮শ’ ৪৬ জন।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩ হাজার ৩শ’ ৯১জন ভোটার। এরমধ্যে বৈধভোট ১ লাখ ৯৮ হাজার ৮শ’ ৩২ টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ৫শ’ ৫৯ টি ভোট। প্রাপ্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত (নৌকার প্রতীক নিয়ে) শহীদুজ্জামান সরকার বাবলু পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯শ’ ৪১ ভোট, স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩শ’ ৮১ ভোট, জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট এবং ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪শ’ ২৬ টি ভোট। নির্ধারিত প্রাপ্ত ভোটের ৮ শতাংশ ভোট না পাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা তাদের জামানত হারাচ্ছেন বলে জানা যায়।

 

মোঃ নুর সাইদ ইসলাম

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

০১৭৮৭-২২৬৮২৩

১৩ ফেব্রুয়ারি ২৪