এহসানুল কবীর স্টাফ রিপোর্টার
একই উপলব্ধি আসতে পারে, ভিন্ন সময়ে, ভিন্ন প্রেক্ষাপটে। জীবন আসলে চলমান ঘটনার সমষ্টি মাত্র, এর বাইরে কিছু নেই। প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটে, সেসব ঘটনা অনেক সময় গল্প উপন্যাসকে হার মানায়। জীবনে বিভিন্ন উপলব্ধির জন্ম দেয়। তেমনি একটি বিষয় নিয়ে আজকে লিখছি,,!
চলমান জীবনে আমার যা হয়ে থাকে, মাঝে মাঝেই চরম বিব্রতকর অবস্থা তৈরী হয়। দায়বদ্ধতা এবং স্বজনদের প্রতি দায়িত্বের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরী হয়। চোখ বন্ধ করে তখন সিদ্ধান্ত স্থির করতে হয়। এ সময়টা খুব কঠিন হয়ে ওঠে মাঝে মধ্যে। তবে আমি বিচলিত হইনা। কাউকে বুঝতেও দেইনা আমি কি করবো। জাস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলি।
পেশাগত দায়বদ্ধতার সাথে স্বজনদের প্রসঙ্গটা সাংঘর্ষিক হয়ে ওঠেছে যতোবার, ততোবারই আমি পেশাগত দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়েছি। এ কারণে বহু কাছের মানুষেরা দূরে সরে গেছে! ভুল বুঝতে শুরু করেছে অনেকে। অনেক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছি। অনেক সময় নিজের এবং পরিবারের সদস্যদের সহজ জীবনযাপনে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেইনি, নিজের বিবেকের কাছে নিজেকে নির্দোষ রাখার চেষ্টা অব্যাহত রেখেছি। এই পথ মোটেও সহজ নয়, মসৃণ নয়। লড়াইটা কখনো কখনো নিজের বিরুদ্ধেও লড়তে হয়।
দৃষ্টিভঙ্গি গত পার্থক্যের জন্য সমালোচিত হয়েছি বহুবার। নিজের পরিবারের সদস্যদেরও বিরক্তিকর আচরণ সহ্য করতে হয়েছে। নিজেকে বিপদে ফেলতে হয়েছে। তবুও হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়েছি।
আমার চরম দুঃসময়ে যারা নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছিলেন, সেই মহান মানুষদেরও ছাড় দেইনি আমি। শুধু মাত্র আদর্শিক কারণে এমনটা করতে হয়েছে। আমাকে অকৃতজ্ঞ ভেবেছেন ওনারা, সেটাও আমি জানি। তবুও অনড় অবস্থায় ছিলাম।
জানি, এই যাত্রার শেষ নেই। আমার গন্তব্য কোথায় তাও আমার জানা নেই। জানা নেই, আমার এই লড়াইয়ের শেষ কোথায়। শুধু জানি, অনিয়ম অসঙ্গতি এবং অসত্যের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে হবে। এভাবেই শেষ পর্যন্ত মানুষের কাছাকাছি থাকতে চাই।
আমি যাদের মনোকষ্টের কারণ হয়েছি, তাদের কাছে ক্ষমা চাইবারও অধিকার নেই। তবুও ক্ষমা চাই। জীবনে প্রাপ্তির হিসাবটা মিলবেনা জানি, তবুও ঘৃণা নিয়ে যেতে চাই না।
আমি ভালোভাবেই জানি , জীবনে পেশাগত দায়বদ্ধতাই শেষ কথা নয়। এর বাইরেও জীবন আছে, এর বাইরেও কিছু ভাববার আছে। জীবন সবসময় নিয়মে চলেনা, অনিয়মও জীবনের অংশ, আলো এবং আধার যেমন প্রকৃতির নিরেট বাস্তবতা।
শেষ কথা হলো, মানুষের জীবনে ভালোবাসার চেয়ে দামী কিছু নাই। ভালোবাসার উৎসগুলো বাঁচিয়ে রাখা জরুরি। যত্ন নেওয়া জরুরি। অবজ্ঞা অবহেলা কিংবা ঘৃণা নয়, ভালো থাকার জন্য ভালোবাসাটা জরুরি।
প্রথম বু8লেটির সব খবর সবার আগে পেতে গুগোল নিউজ ভিজিট করুন