today visitors: 5073432

টেকনাফের হ্নীলা  মাছ বাজার উচ্ছেদ  করায় গরীব মাছ ব্যাবসায়ীদের মাথায় হাত

 

 

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার।

টেকনাফ উপজেলায় ৩১ কিলোমিটার রাস্তা  নির্মাণ ও  ব্রিজ নির্মাণের অজুহাতে নীলায় অবৈধ ফুটপাত  মুক্তের নামে হতদরিদ্র মাছ ব্যবসায়ী ও ফুটপাত ব্যবসায়ীদের  ব্যবসা বন্ধের হীন সিদ্ধান্ত।

২০১৭ সালের আগস্ট মাসে  রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের কারণে মাদক পাচারের অজুহাত দেখিয়ে আড়াইহাজার জেলে  সম্প্রদায়ের মাছ ধরা যাবেনা বলে নাফনদীতে  মাছ ধরা বন্ধ করে তাদের জীবিকা নির্বাহের পথ রুদ্ধ করা হয় ।

দীর্ঘ বছর ধরে মাছ আহরণকারী এবং মাছ ব্যবসায়ীরা মানবেতর জীবন যাপন করতেছে।

এরই মাঝে অদ্য 12ই ফেব্রুয়ারি ২০২৪ইং সকাল ১১টা নাগাদ হ্নীলা স্টেশনে ফুটপাত দখলমুক্তের নামে ৪০/৪৫ বছরের মাছ বাজার উচ্ছেদ করা হয় অমানবিকভাবে।  এইখানে উল্লেখ্য যে চলমান বাজারে ইজারাদার প্রায় দেড়  কোটি টাকা দিয়ে এই বাজার ইজারা নেই।

ফুটপাত ব্যবসায়ীদের যদি এইভাবে উচ্ছেদ করা হয় বাজার ইজারাদারদের কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবে।

পুরো একুয়ার দখল মুক্ত করলে জন মনে প্রশ্ন জাগতোনা। স্থানীয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এবং ফুটপাত ব্যবসায়ীদের  মনে প্রশ্ন দেখা দিয়েছে। কার ইঙ্গিতে আর স্বার্থে হতদরিদ্র মাছ ব্যবসায়ী এবং ফুটপাত ব্যবসায়ীদের  উচ্ছেদ করা হয়েছে। এটা জনগন জানতে চাই। না হলে আগামীতে জনগন দেখিয়ে  দেবে গরীবের পেটে লাথি মেরে মাছ বাজার  উচ্ছেদে কার ষড়যন্ত্র ছিল।