today visitors: 5073432

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বেড়ে চলেছে দূর্ঘটনা। ঝরছে প্রাণ। এব্যাপারে নেই কোনো তৎপরতা

 

 

মোঃ রুহুলআমিন ইসলাম জেলা প্রতিনিধি সাতক্ষীরা।

 

সড়ক দুর্ঘটনা এ যেন নিত্যদিনের খেলা। আর কত? নেই কোনো আইন কানুন।

সাতক্ষীরা ভায়া খুলনা রোড। তার একটি বিশেষ রোড ডুমুরিয়া সড়ক। আর সেই ডুমুরিয়া সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ঘটেই চলেছে কিন্তু বাস ট্রাক ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স ৮০% ড্রাইবারের নেই। এব্যাপারে কতৃপক্ষের গাফিলতির খেসারত আর কতো দিতে হবে সাধারণ মানুষকে?

জেলা ট্রাফিক পুলিশ খুলনা সাতক্ষীরা সড়কে ডিউটি করে কিন্তু গাড়ির ফিটনেস ড্রাইভিং লাইসেন্স চেক কি করে? যদি করে থাকে তাহলে আমাদের সামনে যারা পড়ে বিনা লাইসেন্সে তারা কি উনাদের পোষা লোক? একের পর টক প্রশ্ন ছুঁড়ছেন সাধারণ পথচারী। যাত্রীসাধারন মনে করছেন ট্রাফিক পুলিশের সাথে দাড়ালে এবং চেক করলে ৭০% ড্রাইভিং লাইসেন্স বিহিন ড্রাইভার জব্দ করা সম্ভব। আর যদি সঠিকভাবে তদারকি করা যায় তাহলে কমে যাবে সড়ক দুর্ঘটনা, কমে যাবে প্রাণহানি, কমবে ভোগান্তি। এমনটা আশা করেন যাত্রীরা।