কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.সালাউদ্দিন সরকারে নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময় ও দোয়া।

 

 

প্রতিবেদন মো:আনোয়ার হোসেন (রাজ) কচুয়া চাদঁপুর প্রতিনিধি /

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চাঁদপুরের কচুয়া উপজলা ভাইস চেয়ারম্যান প্রার্থী

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক

মো: সালাহউদ্দিন সরকারের নিজ গ্রামে আনুষ্ঠানিক বাবে জনসাধারনের সাথে। মতবিনিময়ে সভা ও দোয়ার আয়োজন করেছেন রবিবার বিকাল বাইছারা গ্রামে।

 

মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ অঙ্গসংগঠনের আয়াজন বাইছারা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গে ও সর্ব সাধারণের সাথে মতবিনিময় সভা ও দোয়ার আয়াজন। করা হয়। এসময় বক্তব্য কালে কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ।

মো: সালাহউদ্দিন সরকার বলেন আমি দীর্ঘ কয়েক বছর ছাত্র জীবন থেকে রাজনীতি করে কচুয়া মানুষের এবং আমার গ্রামবাসীর সেবা করে আসছি।

আমার বাবা একজন গ্রাম্য ডাক্তার হয়েও আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যা। আমার জীবনের অনেক বড় সাফল্য হয়ে দাঁড়িয়েছে। আমার টাকা নেই জনবল এবং ভালোবাসা আছে।

আপনারা সকলেই আমার অভিভাবক হয়ে আগামী নির্বাচনে সকলেয় সমর্থন দিল আমি প্রার্থী হয়ে প্রচারনা করব জয়ী হলে মিলে মিশে এলাকার উনয়নের কাজ করব।

স্থানীয় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.সহীদ, সরকারের নেতৃত্বে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আহ্বায়ক যুবলীগ মো.ইসমাইল ভূইয়া সদস্য উপজেলা আওয়ামী লীগ মিজান সরকার, প্রধান সাধারণ সম্পাদক আওয়ামী লীগ আবুল বাশার আহ্বায়ক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সোহাগ সরকার, ৪নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন ও সাবেক মেম্বার মো:বারেক, সাবেক মেম্বার তাজুল ইসলাম, এবং মহিলা মেম্বার শিল্পী সরকার কৃষি অফিসার।

মো: বাশার, সরকার কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো.সালাহউদ্দিন সরকারসহ আরো অনেকে।

 

মতবিনিময় সভায় আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কচুয়া উপজলা ভাইস চেয়ারম্যান পদে কচুয়া উপজেলা ছাত্রলীগ। আহ্বায়ক মো.সালাহউদ্দিন সরকারকে

দলমতের ঊর্ধে উঠে বিপুল ভাটে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন এলাকাবাসী।