মোঃ রমজান হোসেন:
নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নম্বর ভীমপুর ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ডে ইউপি সদস্য আজমল হোসেন রুমন সহ সাত জনের নামে মিথ্যা মামলা করাই সোনাপুর গ্রামের প্রভাবশালী মোহাম্মদ আজিজুর রহমান আজিজের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ শনিবার বেলা ১১ঃ০০ টায় সোনাপুর গ্রামে এ মানববন্ধন করে।মামলার এক নাম্বার আসামি আজমল হোসেন রুমণ বলেন সরকারি পুকুর লিজ নিয়ে চাষ করলে আজিজের ভাতিজা আজিজের নির্দেশে চোরপূর্বক ভাবে পুকুরটি দখল করে। ২৭ জানুয়ারি রুমন তার বৈধ কাগজপত্র নিয়ে পুকুরে গিয়ে জাল টানা দিয়ে মাছ দেখেন। এতে বাদী হয় আজিজের ভাতিজা আজিজের নির্দেশে রোমন সহ সাত জনের নামে একটি মিথ্যা মামলা করেন। এতে ফুসে উঠেছেন পুরো সোনাপুর গ্রামবাসী।এলাকাবাসীদের দাবি সোনাপুর গ্রামের গরীব দুঃখী ও অসহায় মানুষদের উপর অত্যাচার নির্যাতন অধিকার বঞ্চিত করে রাখেন আজিজ।ময়েজ চৌধুরী বলেন এই মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। এলাকাবাসী জানান.তাকে সালাম না দিলেও নিস্তার পায়না এলাকাবাসী। সেখানে বক্তব্য রাখেনঃ ইউপি সদস্য রুমন. ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্বাস আলী.ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ হোসেন.ইউনিয়ন ছাত্রলীগ সদস্য আরাফাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।সকলেই তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সোনাপুর স্কুল থেকে শুরু করে পুরো গ্রামটি প্রদক্ষিণ করে মানববন্ধনটি দুপুর একটায় মানববন্ধন শেষ হয়।