সাব্বির হোসেন জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার প্রথিতযশা সাংবাদিক, কলাম লেখক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক জনাব সাইফুল হক মোল্লা দুলুর ৬১তম জন্মদিনে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন!
যেখানে অন্যায়-অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোনো মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক-না কেন সেখান থেকেই তিনি তার বিচক্ষণতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীকে। তাদের মন্দ কাজের সকল আমলনামা নির্ভীকচিত্তে তুলে ধরেন দেশ ও জাতির সামনে। যিনি সত্যের সন্ধানে অকুতোভয়, নির্ভীক সাংবাদিক, জীবনে সুখবিলাস লোভ-মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী। অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোস করেন না যিনি তিনি আর কেউ নন, এ সময়ের প্রিয় প্রতিবাদী রিপোর্টার সকলের প্রিয় ব্যক্তি জনাব সাইফুল হক মোল্লা দুলু।
দীর্ঘ তিন দশকের অধিক সময় ধরে সাংবাদিকতায় নিয়োজিত আছেন। একজন পেশাদার দক্ষ সাংবাদিক হিসেবে জেলায় রয়েছে তাঁর যশ ও সুখ্যাতি। সাংবাদিকতার দীর্ঘ এই পথচলায় নিজ হাতে গড়ে তুলেছেন কিছু আদর্শিক সাংবাদিক। শুধু তাই নয়, তিনি লড়ে চলেছেন সাংবাদিকদের অধিকার আদায়ে। নিয়মিত লিখে যাচ্ছেন মফস্বল সাংবাদিকতার সুখ-দুঃখ নিয়ে। তিনি প্রথমে ১৯৮৫ সালে কাজ করেছেন দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল ইত্যাদি পত্রিকায়। বর্তমানে মধ্যাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায়।
শুধু সাংবাদিক হিসেবেই নয়, তিনি একজন আদর্শ বাবা, একজন পিতৃতুল্য অভিভাবক, সচেতন ভাই, একজন সমাজসংস্কারক ও সমাজসেবক হিসেবে তিনি বেশ প্রশংসিত। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসহায় মানুষের পাশে সব সময় কাজ করে যাচ্ছেন। যা এ অঞ্চলের বুদ্ধির বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।
বহু প্রতিভাধর নানা গুণে গুণান্বিত এই মানুষটির আজ জন্মদিন। এই দিনে তাঁর জন্য রইলো নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা। এই দিন বারবার ফিরে আসুক তাঁর জীবনে। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো অফুরন্ত!
সাব্বির হোসেন
জেলা প্রতিনিধি
তারিখঃ ০৯.০২.২০২৪