today visitors: 5073432

তারাকান্দায় রাংসা ও কালিয়ান নদী বেষ্টিত গালাগাঁও ইউনিয়নে ব্রিজ,কালভার্ট নির্মাণ,ও সড়ক সংস্কার করে মডেল ইউনিয়ন গড়তে কাজ করছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার 

 

 

মো:আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।

 

 

 

 

তারাকান্দায় রাংসা ও কালিয়ান নদী বেষ্টিত গালাগাঁও ইউনিয়নে ব্রিজ,কালভার্ট নির্মাণ,ও সড়ক সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করে মডেল ইউনিয়ন গড়তে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান তালুকদার।

 

জানা গেছে, তারাকান্দা উপজেলার ২৯ টি মৌজা ও ৪৫টি গ্রাম নিয়ে গঠিত উপজেলার বৃহৎ ইউনিয়ন গালাগাঁও উপজেলার কালিয়ান ও রাংসা নদী বেষ্টিত যোগাযোগ বিছিন্ন ইউনিয়ন। নদী,খাল বিল সবুজ ঘেরা এ ইউনিয়নে যোগাযোগ সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য সাবেক গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির দিকনির্দেশনা ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া সরকারে সহযোগিতা ব্রিজ কালভার্ট ও ইউনিয়নের নিচু কাচা সড়কে টিঁআর, কাবিখা, কাবিটা প্রকল্প মাটি কেটে রাস্ত সংস্কার,পুর্নঃ সংস্কা ,ব্রিজ,কালভার্ট নির্মান করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ইউনিয়নবাসীর স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে একটি মডেল ইউনিয়ন রুপান্তরে উপজেল প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতা

কাজ করছেন যাচ্ছেন, ইউনিয়নের পরপর দুইবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক , মোঃ আব্দুর রহমান তালুকদার।

 

তিনি জানান, ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ব্রিজ কালভার্ট নির্মাণ ও ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি , ইউনিয়নে প্রতিবন্ধি, বিধবা ও বয়স্ক ভাতা, টিসিবি ভোগীর সঠিক ভাবে কর্ড বিতরণ করে সরকারের সফল ইউনিয়নবাসীর দ্বারপ্রান্তে পৌচ্ছে দিচ্ছেন।

খাদ্য বান্ধব কর্মসুচির কার্ড সঠিক ভাবে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতি মাসে বিনা মুল্যে (বিডব্লিউআই) প্রকল্পে ৩০ কেজি চাল বিতরণ করে ক্ষুধামুক্ত ইউনিয়ন গড়তে কাজ করে যাচ্ছেন। গতকাল তিনি এ প্রতিনিধিকে জানান, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে অভিবাবকদের সচেতন করা ইউনিয়ন পরিষদ কাজ করছে। ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধি হলে মডেল ইউনিয়ন রুপান্তর করতে সহজ হবে। বাল্য বিবাহ, মাদক মুক্ত মডেল ইউনিয়ন রুপান্তর করতে সকল শ্রনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।