খাগড়াছড়ির পানছড়িতে ছাত্র ধর্মঘট    সফল করতে পিসিপি’র প্রচারণা মিছিল।

 

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টারঃ

বিপুল চাকমাসহ চার তরুণ নেতা হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৪ খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকল স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘট পালন করতে প্রচারণা মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা শাখা।

 

আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার দুপুরে “পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ কর ” “জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করবো না ” শ্লোগানে লোগাং আমতলী থেকে প্রচারণা মিছিল শুরু হয়ে লোগাং বাজার  প্রদক্ষিণ করে লোগাং ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রচারণা মিছিল শেষ হয়।

 

সমাবেশে পিসিপি পানছড়ি উপজেলা শাখার সভাপতি  সুনীল ময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সমর চাকমা , পানছড়ি ছাত্র সমাজের জিনিম চাকমা , অন্তর চাকমা প্রমূখ বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা বলেন, আজকে  বিপুল চাকমাদের খুনীদের গ্রেফতারের দাবিতে আমরা মিছিল সমাবেশে এক হয়েছি।ঘটনার ১ মাসের অধিক অতিবাহিত হলেও খুনীরা প্রশাসনের নাকের ডগায় অস্ত্র উঁচিয়ে নিয়ে ঘুড়ে বেরাচ্ছে। পাহাড়ে এ যাবৎ হত্যাকান্ডের বিচার না হওয়া খুনীরা আরও খুনের ঘটনা ঘটাচ্ছে।  এই সব হত্যাকান্ডে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিচ্ছে। সেনা ক্যাম্পের সামনে দিয়ে গিয়ে  বিপুল চাকমাদের  মত সাজেক মাচালংয়ে জেএসএস সন্তু লারমার সন্ত্রাসীরা  ইউপিডিএফ কর্মীদের হত্যা করেছে। পাহাড়ে সরকার কর্তৃক সন্ত্রাসী বাহিনীদের মদদ দেয়া বন্ধ করলে পাহাড়ে শান্তি এমনিতে ফিরে আসবে। তাই আগামী ১১ ফেব্রুয়ারি ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙ্গে দিয়ে খুনীদের বিচারের দাবিতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করা হবে। আমরা আহ্বান জানাবো গত ৪ তারিখের মত ১১ তারিখও পাহাড়ে প্রতিবাদী ছাত্র সমাজ ছাত্র ধর্মঘট পালন করবে এবং ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অভিমুখে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি সফল করতে সর্বাত্মক ভূমিকা পালন করতে সকলের সহযোগীতা কামনা করেন। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।

 

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।