একটি কম্বলে অশ্রুশিক্ত ভাষায় আইতোত হামাক আর ঠান্ডা নাইগবার নেয়।

 

 

নূর-ই-রাববী রংপুর :

 

লালমনিরহাট জেলার মানবিক ডি সি মোহাম্মদ উল্ল্যাহ ও জেলা পৌর মেয়র রেজাউল করিম স্বপনের কাছ থেকে একটি শীতের কম্বল পেয়ে অশ্রুসিক্ত ভাষায় রমজান আলী বল্লেন আল্লাহ তোমার ভালো করুক বাবা, আইজ থাকি আর আইতোত মোক ঠান্ডা নাইগবার নেয়।

এই রমজান আলী

লালমনির হাট জেলার টিউমল পাড়া সাপ্টানা আবাসনের একজন হতদরিদ্র।

 

সোমবার ৫ ই ফ্রেরুয়ারী রাতে ডিসি মোহাম্মদ উল্ল্যাহ ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন সহ জেলার বিভিন্ন মাদ্রাসা, গুচ্ছগ্রাম, আবাসন এলাকায় মাঠ পর্যায় ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত পথ শিশু ও সুবিদা বঞ্চিত হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।

পরে তিনি সাপ্টানা আবাসন এলাকা ও আদিতমারী উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার শীতার্ত গরীব অসহায়, খেটে খাওয়া দিনমজুর, বয়স্ক মহিলা-পুরুষের মাঝে মোট ২৫০ পিস কম্বল বিতরণ করেন। এদিকে শীতের কম্বল পেয়ে স্থানীয়রা সন্তোস প্রকাশ করেন এবং স্থানীয় ভাষায় বলেন এতদিনে হামার উপর আল্লাহর রহমত হইছে, আইতোত হামরা ঠান্ডায় নিন পাইরবার পাইনাই, মাঘের যারে বলে বাঘে কাঁন্দে, এবার হামরা তা হাড়ে হাড়ে টের পাছি, আইজ থাকি হামরা একনা শান্তিতে নিন পাইরবার পামো।

 

এদিকে লালমনিরহাট জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানানো হয়েছে , চলমান শৈত্য প্রবাহে জেলার বিভিন্ন স্থানে ছিন্নমুল

শীতার্ত শিশু,সুবিধাবঞ্চিত হতদরিদ্রদের মাঝে মোট ৩৫ হাজার শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।