বিনোদন ডেস্ক :
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। পর্দায় অভিনয়ের জন্য অনেক সময়ই তাকে ধূমপান করতে দেখা গেছে। কিন্তু এ ধূমপান করতে গিয়ে বেকায়দায় পড়তে হয়েছিল তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার একটি প্রতিবেদন থেকে জানা যায়, অসংখ্য সিনেমাতেই অভিনয়ের জন্য সিগারেট খেতে হয়েছে মহেশকে। আর এ কারণে এক সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
মহেশ বলেন, অভিনয়ের জন্য প্রথমদিকে সিগারেট খেয়েই অভিনয় করতাম। এতে আমার নানা শারীরিক জটিলতা শুরু হতে থাকে। রাতে ঘুম হত না। দিনের বেলায়ও মাইগ্রেনের সমস্যার পড়তাম।
মহেশ আরও বলেন, গত বছর মুক্তি পাওয়া তেলেগু ভাষার ‘গুন্তুর করম’ সিনেমায় শুটিংয়ের সময় এ সমস্যা আরও বাড়তে শুরু করে। কারণ ওই সিনেমায় অনেক দৃশ্যই আমার সিগারেট খাওয়ার ছিল। উপায় না পেয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসকে জানাই। তিনি আমাকে বিশেষ একটি সিগারেট এনে দেন।
সিগারেট প্রসঙ্গে মহেশ বলেন, আমি ধূমপানে কাউকে উৎসাহিত করতে চাই না। কারণ আমি নিজেই ধূমপান করি না। আর ধূমপান কত যে খারাপ তা অভিনয়ের সময়ই বুঝেছি। অভিনয়ের প্রয়োজনে ত্রিবিক্রম আমাকে আয়ুর্বেদিক সিগারেট এনে দেয়। এটি সিগারেট নয়, আবার সিগারেটও।
এরপরই রহস্য ভেঙে মহেশ বলেন, সিগারেট তামাক দিয়ে তৈরি হয়। কিন্তু সিনেমায় আমার খাওয়া সিগারেট ছিল আয়ুর্বেদিক। তামাকের পরিবর্তে লবঙ্গ গাছের পাতা দিয়ে তৈরি হয় ওই সিগারেট। আর এ কারণে ধূমপানের সময় পুদিনা পাতার গন্ধ ও পিপারমিন্ট স্বাদ পেতাম।
সাক্ষাৎকার শেষে মহেশ জানান, বিগ বাজেটের ‘গুন্তুর করম’ সিনেমা দেখতে পারেন। সিগারেট খাওয়ার প্রতি ঝোঁক কমবে আপনার। যারা সিগারেটের নেশা থেকে এখনও বের হতে পারেননি তারা প্রথমদিকে আয়ুর্বেদিক সিগারেট বেছে নিতে পারেন। তারপর ধীরে ধীরে দূরে আসতে পারেন মরণব্যাধী এ নেশা থেকে।