চলন্ত ট্রেনে ধর্ষণে অভিযুক্ত অ্যাটেনডেন্ট বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি :

লালমনি এক্সপ্রেস ট্রেনে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাস গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনায় বুধবার রাতেই লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেল বিভাগ। আগামী পাঁচ কার্যদিবসের  মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে ভুলে লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ায় এক কিশোরীকে চলন্ত ট্রেনে ফাঁকা কেবিনে নিয়ে ধর্ষণ করে অ্যাটেনডেন্ট আক্কাস গাজী। এ ঘটনায় বুধবার সকালে লালমনিরহাট রেলওয়ে পুলিশ আক্কাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

লালমনিরহাট বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু  বলেন, ‘তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন ধর্ষকের জন্য আমাদের কোনো ছাড় নেই।’

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটা রেলওয়ের ভাবমূর্তির বিষয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা এখন থেকে কঠোর না হলে যাত্রীদের ভেতরে আতঙ্ক তৈরি হতে পারে। বিধায় আক্কাস গাজী যদি দোষী প্রমাণিত হয় তার জন্য আমরা কোনো সহানুভূতিশীল আচরণ এক্ষেত্রে দেখাবো না।’


লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, ‘বুধবার রাতে ভুক্তভোগী মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বৃহস্পতিবার সকালে তার বড় ভাই নিতে আসেন। আদালতে তার জবানবন্দি রেকর্ডের পর অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *