today visitors: 5073432

আড়াই ঘণ্টা পর কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি :

কমলাপুরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় দুপুর ১টা পর্যন্ত ওই লাইন বন্ধ ছিল। দুপুর ১টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুতের ২ ঘণ্টা ৪০ মিনিট পর চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় ট্রেনের একটি কোচের চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। আমরা সাড়ে ১২টার দিকে ওই কোচের চারটি চাকা আবার ট্র্যাকে উঠিয়েছি। ট্রেনটি মাত্র ছেড়ে গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এই পুরো সময় অপেক্ষায় থাকতে হয় ওই ট্রেনের যাত্রীদের। একতা এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *