today visitors: 5073432

ব্রাজিলের সংবাদমাধ্যমের ওপর চটলেন নেইমার

স্পোর্টস ডেস্ক :

নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনও ভুল সংবাদ নিয়ে চটেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে সম্প্রতি ব্রাজিলের হুইন্দেরসন নুনেস নামের এক ইউটিউবারের সঙ্গে জেসিকা কানেদো নামে এক তরুণীর একটি ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুজনের প্রেমের গুঞ্জনকে ভিত্তি করে ব্রাজিলিয়ান অনেক সংবাদ মাধ্যম প্রতিবেদন ছাপায়। গণমাধ্যমে সংবাদ চলে আসার বিষয়টি মেনে নিতে পারেননি ওই তরুণী।

নিজেকে নিয়ে ভিত্তিহীন সংবাদের পর শনিবার আত্মহত্যা করেন ২২ বছর বয়সী এ তরুণী। দেশটির সিভিল পুলিশও (তদন্তকারী রাজ্য পুলিশ) কানেদোর মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যার মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

ওই তরুণীর মৃত্যুর ঘটনায় সরব ব্রাজিলের তরুণ সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অফলাইনেও প্রতিবাদ করছে। যা চোখ এড়ায়নি নেইমার জুনিয়রের। এ ঘটনায় ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের ওপর বেশ চটেছেন নেইমার।

ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ ঝেড়ে নেইমার লিখেছেন, ‘বিদ্বেষীদের উদ্দেশে বলছি। তোমরা যারা ঘৃণা ছড়াও, যারা নিজেদের সবজান্তা ও সত্যের অধিকারী মনে করো, যারা সাধু সেজে থাকো, যেন কখনো ভুল করো না; তাদের অভিনন্দন। তোমরা আরেকজনকে শিকার করেছ।

তারা যা প্রকাশ করে, সেটার প্রতি খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আমি সত্যিই সেসব মানুষকে ঘৃণা করি, যারা নিজের পরিচয়ের আড়ালে অন্য কারও সম্পর্কে বাজে কথা বলে। (সত্যতা যাচাই না করেই) সবার আগে সংবাদ ছড়িয়ে দেয়ার প্রতিযোগিতা কারও জীবন শেষ করে দিতে পারে। সবাই মানসিকভাবে শক্ত নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *