স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন ও পেস বোলার কাইল জেমিসন। শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেন্ট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
টি-টোয়েন্টি স্কোয়াডে নাম ছিল উইলিয়ামসনের। তবে গত এপ্রিলের হাঁটুর সার্জারি থেকে সেরে উঠতে আরও সময় নিতে চান তিনি। আর জেমিসন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বলে জানিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
এই দুজনের জায়গায় দলে নেওয়া হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে। তিন ম্যাচের এই সিরিজ আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে। উইলিয়ামসন সরে দাঁড়ানোয় বাংলাদেশের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ড দলের হেড কোচ গ্যারি স্টিড বলেন, ২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে উইলিয়ামসন ও জেমিসনকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা কেইন ও কাইলকে পরবর্তী টেস্ট সিরিজের জন্য সর্বোচ্চ ভালো অবস্থায় চাই। মেডিকেল স্টাফরা জানিয়েছে, এই দুজনের জন্য রিহ্যাবিলিটেশন এবং কন্ডিশনিং সবচেয়ে ভালো অপশন।
Leave a Reply