স্পোর্টস ডেস্ক :
আসন্ন আইপিএলের ১৭তম আসরে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গত পরশু দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে ২ কোটি রুপিতে ফিজকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। ওইদিন দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন এই টাইগার পেসার।
তিনি বলেন, ‘চেন্নাই মোস্তাফিজকে দলে নিয়েছে। সে যদি চেন্নাইয়ে খেলে যেখানে উইকেট স্লো তাহলে অনেক কার্যকরী হতে পারে। যদি পাথিরানাকে না খেলানো হয়, মোস্তাফিজকে ব্যবহার করা যেতে পারে। পাথিরানা যদি চোটে পড়ে যায়, আপনার হাতে এমন দারুণ এক বিদেশি পেসার আছে যে অভিজ্ঞতায় টইটম্বুর।’
ইতোমধ্যেই চেন্নাইয়ে বোলিংয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা। গত মৌসুমে দলটিকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। বিদেশি পেসার হিসেবে পাথিরানা নিয়মিত ম্যাচ খেলবেন এটা এক প্রকার নিশ্চিতই।
এছাড়া ভারতের মধ্যে দ্বীপক চাহার, তুষার দেশপান্ডেও রয়েছেন দলে। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিলাম থেকে কিনেছেন শার্দূল ঠাকুরকে। তাই একাদশে সুযোগ পেতে হলে মোস্তাফিজকে পারফরম্যান্স দিয়ে লড়তে হবে পাথিরানার সঙ্গে।
চেন্নাইয়ের স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন ২৫ জন, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ৮ জন। সদ্য শেষ হওয়া নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্যারেল মিচেল, সামির রিজভি ও মোস্তাফিজুর রহমানকে।
Leave a Reply