today visitors: 5073432

আইপিএলে এবার দল পাবেন তো মোস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক :

আজ সোমবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলাম। ড্রাফটের প্রাথমিক তালিকায় ছিলেন দেশ-বিদেশের মোট ১১৬৬ জন ক্রিকেটার। এর মধ্যে বাছাই করে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৩৩৩ জন খেলোয়াড়কে চূড়ান্ত নিলামে রেখেছে।

প্রাথমিক তালিকায় ছিলেন বাংলাদেশের মোট ৬ জন ক্রিকেটার। সেখান থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। চূড়ান্ত নিলামের তালিকায় আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

তবে চূড়ান্ত তালিকায় নাম থাকলেও সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নাম সরিয়ে নিতে বলে। তাই বাকি থাকল কেবল মোস্তাফিজুর রহমান।

নিলামের টেবিলে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান থাকলেও তাকে ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত এভেইলেবল রেখেছে বিসিবি। তাই দল পেলেও পুরো মৌসুম খেলতে পারবেন না এই পেসার।

তবে মোস্তাফিজের গত আসরের পারফরম্যান্স বলছে, তার দল পাওয়া সম্ভাবনা ক্ষীণ। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১টি ম্যাচ খেলে পেয়েছিলেন ১ উইকেট, ছিলেন বেশ খরুচে। ওভার প্রতি দেন ১১.২৯ করে রান। তাই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কোনো দল কিনতে আগ্রহ দেখাবে কিনা সেটিও বড় প্রশ্ন।

এদিকে লম্বা সময় ধরে আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান এবার নাম দেননি নিলামে। গত আসরে ডাক পাওয়া লিটন দাসও দেননি নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *