দিনটি ছিলো ৪ জানুয়ারি ১৮৮৫ সাল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রথম বুলেটিন

দিনটি ছিলো ৪ জানুয়ারি ১৮৮৫ সাল। ঢাকা (ফুলবাড়িয়া) – নারায়ণগঞ্জ ট্রেন চলাচলের মাধ্যমে পূর্ব বঙ্গের (বাংলাদেশ) সঙ্গে পশ্চিম বঙ্গের (কলকাতার) যোগাযোগের নতুন যুগের সুচনা হয়। রাতের ট্রেনে কলকাতা থেকে যাত্রা করে ভোরে গোয়ালন্দ ঘাট (রাজবাড়ী)। তারপর স্টিমারে পদ্মা পার হয়ে নারায়ণগঞ্জ থেকে ট্রেন ধরে দুপুরের মধ্যে ঢাকা। তিন দিনের পথ ১৭ ঘন্টায় নেমে এলো। সেই রেললাইন চলে গিয়েছিলো ময়মনসিংহ পর্যন্ত। সেসময় নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত ট্রেন চলাচল করতো। তখনো স্টেশন ভবন তৈরি হয়নি। ছবিগুলো ফুলবাড়ীয়া রেল স্টেশন ভবনের যা পরবর্তী কোন সময়ে তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *