আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের জেনিএকাত্নে একটি মসজিদের ভেতরে ইসরাইলি সেনারা ইহুদিদের রীতি অনুযায়ী প্রার্থনা করার ঘটনায় গোটা বিশ্বে তোলপাড়। তাদের এই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে। এতে নিন্দার ঝড় উঠেছে সবখানে। বেকায়দায় পড়েছে ইসরাইলের নেতানিয়াহু সরকারও।
ভিডিওতে দেখা গেছে, ইসরাইলের সেনারা জুতা পায়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে। তারা মসজিদের লাউডস্পিকার থেকে প্রার্থনা সম্প্রচার করতে মাইক্রোফোন ব্যবহার করেছে।
ইসরাইল বাহিনী- আইডিএফ জানিয়েছে, সেনাদের এই আচরণ গুরুতর এবং আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী। এ ঘটনায় জড়িতদের দ্রুত অপারেশনাল ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, পশ্চিম তীরের জেনিনের একটি ক্যাম্পে সম্প্রতি হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
এ সময় সেখানকার মসজিদে প্রবেশ করে কয়েকজন সেনা। তাদের একজন মিনারে আজানের মতো করে ইহুদি প্রার্থনা সংগীত গাইছে। যা আসলে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুকার গান। মসজিদের মাইকে ভেসে আসছিল গানের কয়েকটি কথা, উই কেম টু ভ্যানিস দ্য ডার্কনেস। পাশাপাশি ইহুদি প্রার্থনা ‘শেমা ইসরাইল’ গাইতেও দেখা যায় তাদের।
আরেকটি ভিডিও চিত্রে দেখা যায়, এক সেনা জনশূন্য মসজিদের মেঝেতে বসে মাইক্রোফোনে আজানের রীতিতে কথা বলছে। ওই সেনাকে বলতে শোনা যায়, দয়াময় ঈশ্বরের নামে আমি আইডিএফের মুখপাত্র বলছি।
ইসরাইলি সৈন্যদের এমন দুঃসাহসে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। বইছে নিন্দার ঝড়। অনেকে বলছে, ইসলামকে ব্যঙ্গ করেই এসব কথা বলে থাকতে পারে ওই সেনা। এ ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি হলো ধর্মীয় পবিত্র স্থানের প্রতি অবমাননা।
ইসরাইলি সেনাদের বিতর্কিত কাণ্ডের ভিডিও ভাইরাল হবার পর সমালোচনার মুখে পড়েছে ইসরাইলের সামরিক বাহিনী। বর্ণবাদী আচরণ, বেসামরিক ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বাধ্য হয়ে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি সামরিক বাহিনী আইডিএফ।
এরইমধ্যে ইসরাইলি ডিফেন্স ফোর্স এই অপরাধে বেশ ক’জন সেনাকে সাসপেন্ড করেছে। ইসরাইলি বাহিনী বলছে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জড়িত সেনাদের সরিয়ে দেয় সেনা কমান্ডাররা।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, ভিডিওতে দেখা যাওয়া সেনাদের আচরণ ভয়াবহ এবং আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি। এ ঘটনার নিন্দা জানিয়ে আইন অনুযায়ী সেনাদের বিচারের প্রতিশ্রুতি দেন মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।
Leave a Reply