নাসিরনগর ৫ জন প্রার্থী মনোনয়ন বৈধ, আ. লীগের ৩সতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নাসিরনগর প্রতিনিধি :-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রবিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেলে পর্যন্ত যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন,আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীককে আলহাজ্ব বদরুদ্দোজ্জা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয়। সতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান (সুখন), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহনূল করিম ওরফে গরীবুল্লাহ সেলিম। ওয়াকার্স পার্টির মো.বকুল হোসেন খান। ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মো. ইসলাম উদ্দিন দুলাল এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী জাকির চৌধুরী।

অপরদিকে কাগজপত্রে নানান অসঙ্গতির অভিযোগে তিন জনের মননোয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।মনোননয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার, সতন্ত্র প্রার্থী নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার এবং সতন্ত্র প্রার্থী মো. আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *