নানা আয়োজনে মেহেরপুর মুক্তি দিবস পালন

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন,র‍্যালি, আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধ গিয়ে শেষ করা হয়। পরে সেখানে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরে সকাল ১০ টাই মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসন মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *