today visitors: 5073432

যশোরে ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার আটক ১

 

স্টাফ রিপোর্টার ॥

যশোরে পৃথক অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিল, ২৯ বোতল বিদেশি মদ ও ১টি প্রাইভেটকার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাব সদস্যরা গোপন সূত্রে জানতে পারেন, শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আইজউদ্দিন মোড়লের ছেলে আমির হোসেন আমুর বাড়িতে কতিপয় ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল মজুদ করে রেখেছেন। এ তথ্য পেয়ে সোমবার সকাল ৭টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আমির হোসেন আমু (৫২) কৌশলে পালিয়ে যান। আটক আরিফ হোসেন উপজেলার দৌলতপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। র‌্যাব সদস্যরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন, সীমান্ত এলাকায় বাড়ি হওয়ার সুবাদে আরিফ হোসেন ও আমির হোসেন আমু অবৈধভাবে ফেনসিডিল এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
এদিকে ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, সোমবার সকাল ৯টার দিকে গোপন সূত্রে জানতে পারেন, বিদেশি মদ নিয়ে একটি প্রাইভেটাকার (ঢাকা মেট্রো-গ-১১-৪৯৮৯) বেনাপোল থেকে যশোরের দিকে আসছে। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট মোড়ে অবস্থান নেন। এরই মধ্যে উল্লিখিত নম্বরে প্রাইভেটারটি আসতে দেখে থামার জন্যে সংকেত দেয়া হয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে ধোপাখোলার দিকে চলে যান। তখন ডিবি পুলিশ তাদের পিছু নেয়। এক পর্যায়ে চালক ও তার সাথে থাকা লোকজন ধোপাখোলা পশ্চিমপাড়ার জনৈক জাহিদুল ইসলামের বাড়ির পাশে প্রাইভেটকার ফেলে পালিয়ে যান। পরে প্রাইভেটকারটি আটক এবং ভেতরে তল্লাশি চালিয়ে ২৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *