today visitors: 5073432

অবৈধভাবে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র ধারী দুই রোহিঙ্গা নারী সহ আটক ৩

জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি :

গত ০৩ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ০৩ জন রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে বাংলাদেশী নাগরিক বলে পরিচয় দেয় এবং তন্মধ্যে দুইজনের বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র র‌্যাবের আভিযানিক দলের নিকট প্রদর্শন করে। জাতীয় পরিচয়পত্র কোথায়, কিভাবে এবং কার মাধ্যমে পেয়েছে এ সংক্রান্তে তারা সঠিক কোন সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উল্লেখিত ব্যক্তিদের আটক করতঃ তাদের নিকট হতে আভিযানিক দলের কাছে প্রদর্শিত *০২টি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (০১টি সাজেদা বেগম এবং ০১টি ইমরান তাহের নামে) এবং ০১টি UNHCR কার্ড জব্দ* করা হয়।

৩।  গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় :

(১) *সারা খাতুন (৪৩)*, স্বামী-সৈয়দ আহমেদ, সাং-কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প, ব্লক-ডি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
(২) *আবু তাহের (২৩)*, পিতা-সৈয়দ আহমেদ, সাং-কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প, ব্লক-ডি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
(৩) *আবু তৈয়ব (২১)*, পিতা-সৈয়দ আহমেদ, সাং-কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প, ব্লক-ডি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

৩।  গ্রেফতারকৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করে। আরও জানায় যে, দালাল চক্রের মাধ্যমে নিজেদের নামে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরী করেছে এবং এনআইডি কার্ড সংগ্রহের নিমিত্তে বর্ণিত স্থানে অবস্থান করছিল। এছাড়াও অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র তৈরী চক্রের ৩/৪ জন র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালায়ন করে। পলায়নকৃত চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য র‌্যাবের আভিযানিক দলের কাজ চলমান রয়েছে।

৪।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *