today visitors: 5073432

বিশ্বকাপ থেকে বাস্তব জীবনের শিক্ষা।

মো: আরমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।

এবারের ক্রিকেট বিশ্বকাপ আমাদের শিখিয়ে দিলো জীবনে কখনো হট ফেভারিট হওয়া ভাল না। পরীক্ষা হবার আগেই ভাব ভংগী অহংকার এসব ভাল না। “ইংল্যান্ড” আমাদের সেই প্রমাণ দিয়ে দেখিয়ে দিলো যে টপ হলেও ঝড়ে পড়তে সময় লাগে না।

“সাউথ আফ্রিকা”র ৪০০ রানের বার বার ইনিংসগুলা আমাদের শিখিয়ে দিলো ক্লাস PSC JSC SSC HSC তে A+ পেলেই যে ভাল ক্যারিয়ার হবে এমন গ্যারান্টি নাই।

“পাকিস্তান” আমাদের শেখালো শুধু খামখেয়ালি আর মেধা থাকলেই হবে এমন নয়; সাথে স্থিতিশীল নিয়ন্ত্রিত কন্টিনিউয়াস প্রচেষ্টা দরকার। দরকার সঠিক সময়ে সঠিক ডিজিশানের।

“আফগানিস্তান” আমাদের শিখিয়ে দিলো প্রখর চেষ্টা দিয়েই অনেক কিছু সম্ভব। তবে মেধাও থাকতে হয়। আর সংবেদনশীল হতে হয়।

“নিউজিল্যান্ড” আমাদের শেখালো মেধা চেষ্টা সবকিছু ব্যর্থ হয় যদি ভাগ্যে না থাকে। তবে তোমার থামলে চলবে না।

“শ্রীলঙ্কা” আমাদের শেখালো পারিবারিক ইতিহাস ঐতিহ্য দিয়ে সবসময় ভাল দিন কাটে না, নিজেদেরকে পরিশ্রম করে অর্জন করতে জানতে হয়। তবেই আসবে সফলতা।

“বাংলাদেশ” আমাদের শেখালো পারিবারিক দ্বন্দ্ব থাকলে আর ব্যক্তিস্বার্থ বিসর্জন না দিলে। কখনো সঠিক ভাবে নিজের স্বপ্ন কে বাস্তবায়ন করা যায় না।
যেটা হয় হতাশার ও কষ্টের।

ভারত” আমাদের শেখালো জীবনে হোঁচটও খাওয়ার দরকার আছে। অত‍্যাধিক আত্ম বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। তাই সব সময় নমনীয় ও সজাগ থাকতে হবে।

অস্ট্রেলিয়া আমাদের শেখালো। হোচট খাওয়াই মানে সবকিছু শেষ নয়। উঠে দাড়াও, কোথায় ঘাটতি বুঝে নাও। আবার প্রবল চেষ্টা করো। তুমি পারবে। দেখিয়ে দাও চেষ্টার অসাধ‍্য কিছু নয়। ভরসা করো। আর এগিয়ে যাও। দিন শেষে তুমিই হাসবে।

এবারের ক্রিকেট বিশ্বকাপ আমাদের শিখিয়ে দিলো জীবনে কখনো হট ফেভারিট হওয়া ভাল না। পরীক্ষা হবার আগেই ভাব ভংগী অহংকার এসব ভাল না। “ইংল্যান্ড” আমাদের সেই প্রমাণ দিয়ে দেখিয়ে দিলো যে টপ হলেও ঝড়ে পড়তে সময় লাগে না।

“সাউথ আফ্রিকা”র ৪০০ রানের বার বার ইনিংসগুলা আমাদের শিখিয়ে দিলো ক্লাস PSC JSC SSC HSC তে A+ পেলেই যে ভাল ক্যারিয়ার হবে এমন গ্যারান্টি নাই।

“পাকিস্তান” আমাদের শেখালো শুধু খামখেয়ালি আর মেধা থাকলেই হবে এমন নয়; সাথে স্থিতিশীল নিয়ন্ত্রিত কন্টিনিউয়াস প্রচেষ্টা দরকার। দরকার সঠিক সময়ে সঠিক ডিজিশানের।

“আফগানিস্তান” আমাদের শিখিয়ে দিলো প্রখর চেষ্টা দিয়েই অনেক কিছু সম্ভব। তবে মেধাও থাকতে হয়। আর সংবেদনশীল হতে হয়।

“নিউজিল্যান্ড” আমাদের শেখালো মেধা চেষ্টা সবকিছু ব্যর্থ হয় যদি ভাগ্যে না থাকে। তবে তোমার থামলে চলবে না।

“শ্রীলঙ্কা” আমাদের শেখালো পারিবারিক ইতিহাস ঐতিহ্য দিয়ে সবসময় ভাল দিন কাটে না, নিজেদেরকে পরিশ্রম করে অর্জন করতে জানতে হয়। তবেই আসবে সফলতা।

“বাংলাদেশ” আমাদের শেখালো পারিবারিক দ্বন্দ্ব থাকলে আর ব্যক্তিস্বার্থ বিসর্জন না দিলে। কখনো সঠিক ভাবে নিজের স্বপ্ন কে বাস্তবায়ন করা যায় না।
যেটা হয় হতাশার ও কষ্টের।

ভারত” আমাদের শেখালো জীবনে হোঁচটও খাওয়ার দরকার আছে। অত‍্যাধিক আত্ম বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। তাই সব সময় নমনীয় ও সজাগ থাকতে হবে।

অস্ট্রেলিয়া আমাদের শেখালো। হোচট খাওয়াই মানে সবকিছু শেষ নয়। উঠে দাড়াও, কোথায় ঘাটতি বুঝে নাও। আবার প্রবল চেষ্টা করো। তুমি পারবে। দেখিয়ে দাও চেষ্টার অসাধ‍্য কিছু নয়। ভরসা করো। আর এগিয়ে যাও। দিন শেষে তুমিই হাসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *