নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটা-১ (সদর ও পাঁচবিবি) ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) দু’টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ সর্বমোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ১০ জন এবং জয়পুরহাট-২ আসনে ০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও রয়েছে জয়পুরহাট-১ আসনে দু’টি নারী স্বতন্ত্র প্রার্থী।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৫ টার মধ্যে নির্বাচনের সংশ্লিষ্ট দপ্তরের এসব মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। এসময় প্রার্থীদের সঙ্গে দলীয় নেতাকর্মী-সমর্থদের উপস্থিতি দেখা গেছে।জয়পুরহাট-১ আসনে নির্বাচনে অংশ নিতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মো. রুকুনুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনীত প্রার্থী আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ কে এম মোয়াজ্জেম হোসেন, তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে এম রায়হান মন্ডল মনু, আব্দুল আজিজ মোল্লা, আলেয়া বেগম, জহরুল ইসলাম এবং রানী রাবেয়া আসরী।
জয়পুরহাট-২ আসনে নির্বাচনে অংশ নিতে ০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনীত প্রার্থী আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, জাকের পার্টির মনোনীত প্রার্থী গোলাম রসুল, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী মো. নয়ন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সাইদ নুরুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী,আতোয়ার রহমান এবং আব্দুর রাজ্জাক সরদার।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জেলার দু’টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও দু’জন নারী স্বতন্ত্র প্রার্থীসহ সর্বমোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি শনিবার জয়পুুরহাট নির্বাচন অফিস তথ্যটি নিশ্চিত করেছেন।
০২-১২-২৩-ইং
নিরেন দাস,জয়পুুরহাট
মোবাঃ ০১৯১৭-২১১১১২
Leave a Reply