মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি:
প্রথম বুলেটিন
নড়াইলে এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা( ১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন ।
সোমবার( ২৭ নভেম্বর) সকালে লোহাগড়ায় উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
মৃত সুরাইয়া আক্তার ওই ইউনিয়নের মাকড়াইল( খান পড়া) গ্রামের মো. ফিরোজ খানের মেয়ে । তিনি উপজেলার লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নাসির উদ্দীন সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার আশা লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজে থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন । গতকাল রোববার( ২৬ নভেম্বর) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় । এতে একটি বিষয়ে( ইতিহাস) অকৃতকার্য হন আশা । স্বজনদের সান্ত্বনা শর্তেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন । সকালে স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মৃত অবস্থায় আশাকে উদ্ধার করেন ।
মৃতের বড় বোন বলেন, ‘ আমার ছোট বোনের শারীরিক অসুস্থতার কারণে ইতিহাস পরীক্ষা ভালো হয়নি । তার ফলাফল অন্য বিষয়ে ভালো হলেও এক বিষয়ে ফেল সে নিজের থেকে মেনে নিতে পারেনি । গতকাল থেকে আমরা সবাই অনেক বুঝিয়ে স্বাভাবিক করছিলাম, কিন্তু সকালে সে দুনিয়া থেকে এভাবে চলে গেল । ’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নাসির উদ্দীন বলেন, ‘ মৃত এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । অভিমানে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি । ’
Leave a Reply