today visitors: 5073432

যশোরে ছাতিয়ানতলা থেকে ছিনতাইকৃত ইজিবাইক কালীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-৩,

যশোর প্রতিনিধি প্রথম বুলেটিন
ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় গত ইং ০৭/১১/২০২৩তারিখ সন্ধ্যা রাত ১৯.১০ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন ছাতিয়ানতলা সাকিনে চুড়ামনকাঠি হতে বাদিয়াটোলাগামী পাকা রাস্তার পাশে বড়বিলকান্দা মাঠে জনৈক ইজিবাইক চালক ইমরান হোসেন, পিতা- মৃত শেখ ইসরাফিল, সাং-পূর্ব বারান্দি মাঠপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর এর গলায় চাকু দ্বারা রক্তাক্ত জখম ও হাত-পা বেঁধে মাঠের মধ্যে ফেলে ইজিবাইক ছিনতাই করে নেয়। পরে স্থানীয় লোকজন ভিকটিম ইমরানকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে। উক্ত সংবাদ পেয়ে ডিবি’র ওসি রুপন কুমার সরকার এর নির্দেশে এসআই শফি আহমেদ রিয়েল ও শামীম আহমেদ এর সমন্বয়ে একটি টিম তদন্তে নেমে দ্রুত সময়ে অভিযান পরিচালনা করে অদ্য ০৮/১১/২০২৩ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন সাতগাছিয়া এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে সন্ধ্যার সময় ঘটনাস্থল বড়বিল কান্দা মাঠ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত রক্তমাখা চাকু, ছেড়া কাপড়ের অংশ উদ্ধার করেন। ঘটনা সংক্রান্তে ভিকটিম ইমরান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেছেন।

আসামীর তথ্য:
১। মোঃ ভরসা (৩৭), পিতা-মৃত মিজানুর রহমান, মাতা-আন্নারা বেগম, ২। মোঃ শামীম হোসেন (২৪), পিতা- মোঃ আলিম মন্ডল, মাতা-পারুল খাতুন, ৩। মোঃ আকাশ (১৯), পিতা- মোঃ আহাদ শেখ, মাতা-চম্পা বেগম, সর্ব সাং- ছোট ভাটপাড়া মালিপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ
উদ্ধারকৃত আলামতঃ

১। ১টি ছিনতাই উদ্ধার ইজিবাইক
২। ১টি রক্তামাখা চাকু
৩। ১ জোড়া রক্তা সেন্ডেল
৪। ছেড়া গামছা ও কাপড়ের অংশ বিশেষ
৫। মোবাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *