today visitors: 5073432

জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া (বালিয়া মাদরাসার) মজলিসে শূরা ও মজলিসে এলমি যুগের চাহিদার প্রতি বিবেচনা করে,

মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।
আলহামদুলিল্লাহ
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া
(বালিয়া মাদরাসার) মজলিসে শূরা ও মজলিসে এলমি যুগের চাহিদার প্রতি বিবেচনা করে, মাদরাসা ও স্কুলের সিলেবাসের সমন্বয়ে(O-level syllabus) জেনারেল বিভাগ চালু করেছে। বর্তমান আমাদের বিভাগে প্রায় ৩৫০ জন ছাত্র/ছাত্রী অধ্যয়ন করছে।
আমাদের মাদরাসার জেনারেল শাখায় ১ম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত (Arabic medium/ English medium) ভর্তি চলবে আগামী ডিসেম্বরে (পর্যায়ক্রমে এসএসসি পর্যন্ত)।
বাংলাদেশের প্রখ্যাত আরবি ভাষাবিদ আল্লামা আবু তাহের মেছবাহ হাফি. এর সার্বিক ব্যবস্থাপনায় আরবি ভাষা পাঠদান ও সারাদেশে ইংরেজির উপর আলোরণ সৃষ্টিকারী S@ifur’s এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান স্যার এর সার্বিক ব্যবস্থাপনায় ইংরেজি ভাষা পাঠদান করায় সহজে আমাদের ছাত্র/ছাত্রীরা আরবি ও ইংরেজিতে কথা, বক্তিতা, লেখালেখি তে যোগ্যতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ।
এই শাখায় আপনার ছেলে/মেয়ে এসএসসি পাস এবং পাশাপাশি দাওরায়ে হাদীস পাস করতে পারবে ইনশাআল্লাহ!
আমাদের পাঠ্যবিষয় সমূহ:-
বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের অনুসরণে আরবি,ফিকহ,বাংলা,ইংরেজি,গণিত,সমাজ,বিজ্ঞন, ইতিহাস, ভুগোল,গার্হস্থ্য,তথ্যপ্রযুক্তি ইত্যাদি

আমাদের সিলেবাস সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ:-
মুফতি মিজানুর রহমান
বিএ(অনার্স) ফাযিল(ডিগ্রি)
বিভাগীয় প্রধান
জেনারেল শাখা
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া
মোবাইল 01714424688

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *