today visitors: 5073432

বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন বিটিভির প্রধান প্রকৌশলী মুনীর আহমেদ

মোঃ অহিদুর রহমান খান নিজস্ব প্রতিবেদক
প্রথম বুলেটিন
নাট্যকার ও নাট্যশিল্পীদের অংশগ্রহণে অংশীজন সভায় বক্তব্যের শেষে রাষ্ট্রীয় স্লোগান ‘জয় বাংলা’ না বলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান প্রকৌশলী মুনীর আহমদ। পরে এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। ১৫ অক্টোবর বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে ওই শোকজ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ১৪ অক্টোবর নাট্যকার ও নাট্যশিল্পীদের অংশগ্রহণে একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিটিভির মহাপরিচালক উপস্থিত থেকে বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথি হিসেবে আপনি (মুনীর আহমদ) সভায় বক্তব্য দেন। বক্তব্য শেষে আপনি ‘জয় বাংলা’ উচ্চারণ না করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ কথাটি উচ্চারণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণের নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনার আলোকে এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ২ (ঘ) (ই) অনুযায়ী অসদাচরণের শামিল। এই অসদাচরণের কারণে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, মুনীর আহমদ বাংলাদেশ বেতারের একজন প্রকৌশলী। তাকে বিটিভিতে প্রকৌশলী হিসেবে সংযুক্ত করা হয়। পরে তাকে প্রধান প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয় বিটিভি কর্তৃপক্ষ।

nagad
এ বিষয়ে জানতে মুনীর আহমদকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। বিভিন্ন মাধ্যমে এসএমএস পাঠানো হলেও কোনো উত্তর দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *