লিখতেই হলো, সাংবাদিকতা ও ভালোবাসা!
পেশাদার ও সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে গঠিত একটি সংগঠন যা মূলধারাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে মাগুরা জার্নালিষ্ট নেটওয়ার্ক (MJN)। মাগুরায় এই তো সেদিন শুরু হল এর যাত্রা। এরই মধ্যেই সংগঠনের শুরু হওয়া কার্যক্রমগুলি ব্যাপক সুনাম অর্জন করেছে।
উক্ত সংগঠনে মাগুরার পেশাদার সিনিয়র সাংবাদিকরা জড়িত রয়েছেন। আমরা যারা তরুণ এবং পেশাদারিত্বের পরিচয়ে পথ চলার চেষ্টা করছি তাদের জন্য শিখে নেওয়ার এই সুযোগ। আর তা করে দিচ্ছেন এই সংগঠনে জড়িত উদ্যোক্তারা।
এক দশকে সাংবাদকতা পেশায় এসে নিজেকে জানতে চেষ্টা করছি নিয়মিত। আর এই সংগঠনটি আমাকে তা শিখিয়ে দিচ্ছেন। এখানে শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ আমাকে অনুপ্রাণিত করে ঋণী করে। তাদের স্নেহতল আমাকে ছুটতে বাধ্য করে। এখানে শিখছি এবং শিখতে চাই নিয়মিত। অনেক কিছু শেখার আছে সিনিয়রদের থেকে। বুঝতে পেরেছি এই পেশায় শেখার কোনো শেষ নেই।
তাই গেলো একটি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা নিজেকে বহুগুণে উজ্জীবিত করেছে এবং শিখিয়েছে। এখানে সাংবাদিকতা বিষয় বাদেও শ্রদ্ধা, স্নেহ, সম্মান- ভালোবাসা রয়েছে যা আমাকে সবসময়ই টানে। সাংবাদিকতা আমার নেশা ও পেশা। এই এক দশকের পথচলায় সিনিয়রদের অনেকেরই এক প্লাটফর্মে পেয়ে আমরা তরুণরাও শিখে নেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। এই ধারাবাহিকতায় সিনিয়রদের পরিশ্রমে আবারো একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হতে যাচ্ছে যা নিঃসন্দেহে প্রসংসার দাবি রাখে এবং আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে।
মাগুরার জৈষ্ঠ্য সাংবাদিকসহ প্রথমসারির মিডিয়া কর্মীরা এই সংগঠনের মূল উদ্যোক্তা। তাই এরকম পথচলাটা ব্যাক্তিগতভাবে আমাকে গর্বিত করে।
মাগুরা জার্নালিষ্ট নেটওয়ার্ক ‘ সংগঠনে মাগুরায় কর্মরত পেশাদার সাংবাদিকসহ দেশের বিভিন্ন বিভাগে কর্মরত মাগুরার গুণী সন্তানেরা জড়িত রয়েছেন। যারা পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতা করছেন।
তাই উক্ত সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে আপনাদের স্নেহতলে আমাকে ঠাঁই দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রচুর শিখতে চাই। একইসাথে এই পথচলা যেনো আরো বেশি সুদৃঢ় হয়। আপনাদের বহুদূরের এই যাত্রা পথে একজন ক্ষুদ্র কর্মী ও সঙ্গী হিসেবে পাশে থাকতে চাই।
যেকোনো ভালো কিছু ‘র সঙ্গে সবসময়ই এবং যেকোনো সংগঠন বা জায়গায় থাকতে চাই অলওয়েজ।
মাগুরা জানালিষ্ট নেটওয়ার্ক ” শুভকামনা অলওয়েজ।
ছবি: সাটিফিকেট তুলে দিচ্ছেন প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক (ডিসি) মহোদয় জনাব আবু নাসের বেগ, জেলা তথ্য অফিসারসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
সব খবর সবার আগে মানেই প্রথম বুলেটিন
Leave a Reply