দক্ষতা উন্নয়ন কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ পুলিশ সুপার মহোদয়।

রাঙ্গামাটি প্রতিনিধি প্রথম বুলেটিন

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয় বলেছেন দক্ষতা উন্নয়ন কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আজ (১২ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের ১৪ তম ব্যাচের ০১ (এক) সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী উপলক্ষে সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার মহোদয়।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তাই দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান, শারীরিক সক্ষমতা, দক্ষতা, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ইত্যাদি বাস্তব জীবনে কর্মক্ষেত্রে জনগণনের সেবার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তাহলেই এই কোর্সের স্বার্থকতা নিহিত হবে।

এসময় পুলিশ সুপার মহোদয় দক্ষতা উন্নয়ন কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও দক্ষতা উন্নয়ন কোর্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) জনাব মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জাহেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) জনাব সাইকুল আহম্মেদ ভূঁইয়া, রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *