নোয়াখালী প্রতিনিধি:
প্রথম বুলেটিন
নোয়াখালীর সেনবাগে প্রতারনা সহ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে
ফারজানা আক্তার নামে কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার আয়া পালানোর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ অলি উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আগস্ট, সেপ্টেম্বর ও ১০ অক্টোবর পর্যন্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সে ২৭ কার্যদিবস অনুপস্থিত রয়েছে।
ইতিমধ্যে উপজেলার নজরপুর এলাকার আরিফ হোসেন অয়ন ও আবদুল মতিন নামে দুই ভুক্তভোগী তার প্রতারনা সহ অনৈতিক কর্মকান্ডের প্রতিকার চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী অয়ন জানান, বহুরুপী ফারজানা আক্তার ওরপে তানিয়া ওরপে পপি ছদ্মনাম ব্যবহার করে এবং মাদ্রাসার প্রধান পরিচয় দিয়ে ডাকবাংলো এলাকায়, পরে সেনবাগ রাস্তার মাথায় সর্বশেষ সে পৌরশহরের বেলাল হাজীর চারতলায় বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকান্ড চালাতেন। স্থানীয়দের বাঁধা পেয়ে সে ৮/৯ আগে সে পালিয়ে যায়।
এর আগে চার মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা, শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত সহ নানা অনিয়মের জন্য গত ২০ জুলাই বিকেল ৩ টায় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল এর নেতৃত্বে পৌরসভা কার্যালয়ে তার পিতা মাতা, স্বজন, ম্যানেজিং কমিটির সদস্য সদস্যা ও সকল শিক্ষক শিক্ষিকা – কর্মচারীদের উপস্থিতিতে ফারজানা আক্তার তার সকল অপরাধ স্বীকার করেন।
ভবিষ্যতে বিনা অনুমতিতে অনুপস্থিত সহ কোন অপরাধে জড়াবেনা মর্মে ৩১ জুলাই ২০২৩ ইং মেয়র গঠিত প্রতিনিধিদের স্বাক্ষর যুক্ত মুচলেকা দিয়ে মাদ্রাসায় যোগদান করেন। বর্তমানে আয়া ফারজানা আক্তার ১০ অক্টোবর ২০২৩ ইং পর্যন্ত ২৭ কার্যদিবস কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।
এদিকে কর্তব্য পালনে চরম অবহেলা ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল অবকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ১৮.২ (ক) বিধানের পরিপন্থী কাজে লিপ্ত থাকা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ (দশ) দিনের মধ্যে উপযুক্ত জবাব দাখিলের জন্য ভারপ্রাপ্ত সুপার স্বাক্ষরিত কারন দর্শানোের নোটিশ প্রদান করে ও কোন জবাব পায়নি প্রতিষ্ঠানটি।
এদিকে ফারজানা আক্তারের অনৈতিক কর্মকান্ড সহ নানা অনিয়মের অভিযোগ এনে তার শাস্তির দাবী জানিয়ে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম এ আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply