today visitors: 5073432

সকালে হকার,বিকালে রিক্সা চালক বিল্লালের দিন কাটে রোদ, বৃষ্টি ঝড়ে

মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮.

, তরাকান্দা।। রোদ, বৃষ্টি,ঝড়ে সকালে রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় বিল্লাল। হাতে পত্রিকা নিয়ে গ্রাহকের দ্বারে দ্বারে পৌচ্ছে পত্রিকা বিলি করে। পত্রিকা বিলির পর হতে হ্যান্ডেল, পায়ে রিক্সার প্যান্ডেলে ভর করে যাত্রীর সন্ধানে বেরিয়ে পড়ে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বগিরপাড়া গ্রামে মা-বোন ও স্ত্রী,কে নিয়ে বিল্লালের সংসার।
বিল্লাল জানায়, তার মায়ের সাথে বাবার বনিবনা না হওয়ায় তার মা ৫ ভাইবোন নিয়ে ১৪/১৫ বছর আগে কার নানার বাড়ি বগিরপাড়া গ্রামে চলে আসে।সংসারের হাল ধরতে শিশুকালে বিল্লালকে ধরতে হয় রিক্সার হাতল। এ সুযোগে ২০০৫ সালে বিল্লালের পরিচয় হয় তারাকান্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাসের সাথে। তাহার প্রস্তাবে পত্রিকা বিলির কাজে সম্মতি দেয় বিল্লাল। তখন থেকেই দৈনিক তথ্যধারা,দৈনিক স্বজন,দৈনিক মানবজমিন পত্রিকা বিলি করে। পত্রিকা বিলি ও রিক্সার আয়ে চলে হকার বিল্লালের ৫ সদসের পরিবার।
বিল্লাল জানান, গত এক বছর আগে তার রিক্সাটি তারাকান্দা বাজার হইতে চুরি হওয়ার পর বেকার হয়ে পড়ে। তখন শুধু পত্রিকা বিলির আয়ে কষ্টে চলতো সংসার।রোদ,বৃষ্টি ঝড়ে ভোর থেকে পত্রিকা বিলি করি।বিকালে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *