today visitors: 5073432

বিনা ক্ষতিপূরণে কৃষকের জমিতে প্রকল্প বন্ধ ও ভূমি আইনে কৃষকদের স্বার্থের পরিপন্থি ধারা বাতিলসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন চরাঞ্চল ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মো: আমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ,
মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮

শনিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে চরাঞ্চল ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষিস্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের নদী ভাঙন অঞ্চলে বসবাসকারী তিন কোটি মানুষ জান-মালের ঝুঁকি নিয়ে সব প্রতিকূলতা মোকাবিলা করে অনাবাদি উঁচুনিচু জমি আবাদযোগ্য করে দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ স্বাধীন দেশে আইনের মারপ্যাঁচে আজ চরের মানুষ তার পৈত্রিক জমির প্রজাস্বত্ব হারিয়েছেন।
আরও পড়ুন>>
প্রথম বুলেটিনে
কৃষক সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক কৃষকনেতা জাহিদ হোসেন খান বলেন, বর্তমানে বিশেষজ্ঞ সমীক্ষা ছাড়াই সারাদেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নদী খনন করার নামে চলছে বালু ব্যবসার মহোৎসব। বালু মাফিয়াচক্র ড্রেজিংয়ের নামে কৃষকদের কায়েমি জমি কেটে নিচ্ছে। নদীর পাড় সংরক্ষণও ঢালু সঠিক মাপমতো না করায় নদী খননের পরে জমিজমা ভেঙে আবার নদীগর্ভে বিলীন হচ্ছে। এসব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেই। তাই নদী ভাঙন অঞ্চলের মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থেই লড়াই সংগ্রামে নামতে হয়েছে।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষিস্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ কৃষকনেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *