মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ
মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮,
বিস্তারিত প্রথম বুলেটিন এ
নেত্রকোনা জেলার খালিয়াজুরী একটি উপজেলা। নেত্রকোনার হাওর উপজেলা এর মধ্যে খালিয়াজুরী সর্ববৃহৎ ও অন্যতম হাওর উপজেলা। তাই এর উপজেলাকে ভাটি বাংলার রাণী হাওর দ্বীপ উপাধি দেয়া হয়েছে। এই উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি।
এখানে রয়েছে অন্যতম ব্যস্থতম নদী ধনু যা সিলেট বিভাগ কে সারা বাংলাদেশ এর সাথে যুক্ত করেছে ও এই সিলেটের বানিজ্য কে নতুন রুপ দিয়েছে। ময়মনসিংহ গিতিকার নায়িকা মহুয়া সুন্দরী আদি বাসস্থান এই উপজেলার ধনু নদীর তীরে এবং সেই ভিটাতেই এখন জেগে উঠেছে দিগন্ত জোড়া শরৎ এর অলংকার কাশবন। বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সী বাড়ি এই উপজেলায়। হাওরে রয়েছে সারি সারি হিজল করচের বন তা বর্ষায় পর্যটকদের ব্যপক আকর্ষণ করে । হাওরের মাছ খেতে ছুটে আসা পর্যটক নেহাত কম নয়। চাঁদনি রাতে উপজেলা পার্কে বসে চাঁদ ও হাওরের পানির মিলন অবলোকন আপনাকে কিছু সময়ের জন্যে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। আর এই পার্কে বসে দখিন বাতাস সাথে নিজেকে উড়িয়ে নিতে পারবেন দূর থেকে বহু দূরে ।।
👉খালিয়াজুরী হাওর ভ্রমণ ১২ মাস কারন এক এক মাসে এক এক রুপ সজ্জিত হয় হাওর ।তবে এর মধ্যে সবচেয়ে উপযুক্ত সময় শীতকাল,বষন্তকাল, বর্ষাকালে ও শরৎ কাল।
যাতায়াত: ঢাকা থেকে যাতায়াতের জন্য কমলাপুর রেলস্টেশনে থেকে হাওর এক্সপ্রেস ঢাকা-মোহনগঞ্জ গামী রাতে ১০ টায় ছাড়ে( ভাড়া ১৮০,২০০)। মোহনগঞ্জ থেকে সিএনজি বোয়লি ঘাট ভাড়া ৭০ টাকা আর এই ঘাট থেকে খালিয়াজুরী ট্রলার ৬০ টাকা জনপ্রতি । আর রাতে থাকার জন্য সরকারি বাংলো আছে।তাই কম বাজেটের মধ্যে খালিয়াজুরী ভ্রমণ এক অনন্য উদাহরণ।
খালিয়াজুরী হেল্পলাইন ২৪
Leave a Reply