মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি
তারাকান্দা ময়মনসিংহ
তারাকান্দা উপজেলে ১নং ইউ:পি: ১নং ওয়াড়ের এলাকা বাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়ির কর / ট্যাক্ট প্রদান এর জন্য বিশেষ ভারে অনুরোদ জানিয়েছেন, ১নং ওয়াডের চেয়ারম্যান খাদিমুল ইসলাম শিশির, মাইক মাধ্যমে সকল এলাকাবাসিকে বসত বাড়ির কর বা টেক্সট ০৪/০৯/২০২৩ তারিখের মধ্য পরিশোধ করার কথা জানিয়েছেন, এবং ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য সময় বাড়িয়ে ১০/০৯/২০২৩ তারিখ পযর্ন্ত সীমা বদ্ধ করিয়াছেন, যা ইউনিয়নে ধরনে কর/ট্যাক্স রাখবেন না বলে জানিয়াছেন,ইউ:পি:চেয়ারম্যানের লোক জন মাইকের মাধ্যমে জানিয়েছে,ইউনিয়ন পরিষদের লোক বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের কর/ট্যাক্স গ্রহণ করিবেন। অন্য দিকে এলাকা বাসির লোকজন জানিয়েছেন যে এই ধরনের লোক বাড়িতে এসে মা বোনদের চাপ প্রয়োগ করে ১০০০/=টাকা কাউকে আবার কাউকে ১৫০০/= টাকা কিংবা ২০০০/= প্রতি ঘর হিসাব করে, গোয়াল ঘর, রান্না ঘর, সহ ধরে হিসাব করে। গনতন্ত্র বাংরাদেশে সরকার এর কর /ট্যাক্স কত টাকা প্রত্যকটা বসত বাড়ির জন্য, তা জানতে চাই তারাকান্দা এলাকাবাসি,তাদের মনে সন্দেহ ত টাকা কর/ ট্যাক্স বসত বাড়ির জন্য কেন………?
Leave a Reply