today visitors: 5073432

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে অগ্নিদগ্ধ

মনসুর আলম মুন্না (কক্সবাজার)

কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ ৬ নম্বর ঘাটে নোঙর করা একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১২ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ১২ জেলের মধ্যে ১০ জনকে আশংকাজনক আবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর ২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

অগ্নিদগ্ধ জেলেদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ১০ হলেন, আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিন (৩৫), ওসমান (১৯)।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি ২ জেলে হলেন, আলী আকবর (৫০) ও দুলাল মাঝি (৪৭)।

আহত সকলেই মো. সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে এবংকক্সবাজার শহরের ০১নং ওয়ার্ডস্থ কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

ওসি রফিকুল জানান, ঘাটে নোঙর করানো অবস্থায় ফিশিং ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিষ্ফোরণে ১২জন জেলে গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে ১০জনকে চট্টগ্রাম পাঠানো হয়। অপর ২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক অবস্থায় সিলিন্ডার বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *