প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
সালথায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত

মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিয়ত হয়েছে। এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ চারজন গুরুতর আহত। আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় সালথা-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের কেরা ক্রীড়া শিক্ষক ও মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদী গ্রামের মৃত আঃ রব শেখার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে শিক্ষক ইব্রাহিম হোসেন দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে ফুকরা গ্রামের মুনছুর কাঁচা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে শিক্ষকসহ পাঁচজন আহত হন। সালথা ফায়ার সার্ভিস এর সদস্যরা আহতদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত্যু বলে ঘোষণা করেন। গুরুত্ব আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষক মারা যান।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে নিহতের মরা দেহ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আজ ১৯ অক্টোবর ২০২৫
© সকল কিছুর স্বত্বাধিকার: prothombulletin.com