প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলে আটক, ৩০ হাজার মিটার জাল জব্দ

দোহার নবাবগঞ্জ(ঢাকা)
প্রতিনিধি :
সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে ১৯ জন জেলেকে আটক করেছে প্রশাসন। তাদের মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি পাঁচজনের বয়য় কম হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার পদ্মা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল। অভিযানে সহায়তা করেন কোস্ট গার্ড সদস্যরা।
ওই সময় আটকদের মধ্যে ১১ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। অভিযানে আটক আরো পাঁচজন জেলেকে পৃথকভাবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে তা আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা হয় প্রায় ৬০ কেজি মা ইলিশ, যা মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন সুলতানা মুন্নি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরো বলেন, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দোহার উপজেলার প্রায় ৩২ কিলোমিটার নদী সীমায় রাতভর অভিযান চালানো হয়। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকার: prothombulletin.com