প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
রংপুর মহানগর যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকি সফল করার লক্ষে রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। সভায় বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকি বর্ণীল ও সু-সৃঙ্খলভাবে উদযাপন করার লক্ষে দিক নির্দশনা প্রদান করেন।
এ সময় মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্মেলনে নির্বাচিত নেতৃবৃন্দ মহানগর যুবদল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় রংপুর মহানগর যুবদলের আওতাধীন ৬ টি থানা ও ৩৩টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকার: prothombulletin.com