today visitors: 5073432

দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ৮৮০ (আটশত আশি) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ এবং ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নেত্রকোনা প্রতিনিধি প্রথম বুলেটিন

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐍𝐄𝐓𝐑𝐎𝐊𝐎𝐍𝐀

দুর্গাপুর থানা, নেত্রকোণা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন বেলা অনুমান ১৫:০৫ ঘটিকার সময় দুর্গাপুর থানাধীন ফান্দা বাজারে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পান যে, একজন ব্যক্তি দুর্গাপুর থানাধীন উত্তর বারমারী সাকিনস্থ মোঃ এমদাদুল হক (৩৫), পিতা- মোঃ ফজলুল হক এর বসত বাড়ীর সামনে পুকুরের পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর বিষয়টি অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ০৪/১১/২০২৩ তারিখবেলা অনুমান ১৫:১৫ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ সানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উল্লিখিত স্থানে পৌঁছা মাত্রই মাদক বিক্রেতা পুলিশের উপস্থিতি টের পাইয়া মাদক দ্রব্যসহ দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ীকে ধৃত করেন এবং ধৃত মাদক ব্যবসায়ীর নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার নাম সমুয়েল চাম্বুগং (২৮), পিতা- গ্রেটিলশন সাংমা, মাতা- সুজলা চাম্বুগং, সাং- বারমারী, থানা- দুর্গাপুর, জেলা-নেত্রকোণা বলিয়া জানায়। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ইং ০৪/১১/২০২৩ তারিখ বেলা ১৫:৩০ ঘটিকার সময় ধৃত আসামীর দেহ তল্লাশীকালে আসামী সমুয়েল চাম্বুগং (২৮) নিজেই তাহার ডান হাতে থাকা একটি পুরাতন পেস্ট রংয়ের বাজারের ব্যাগের ভিতর হইতে ৮৮ (আটাশি) পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার প্রতি পাতায় ১০ (দশ) পিস করিয়া মোট (৮৮ী ১০)= ৮৮০ (আটশত আশি) পিস। প্রতিটি ট্যাবলেটের মূল্য ৩০০/- (তিনশত) টাকা করে, সর্বমোট=(৮৮০ী ৩০০)=২,৬৪,০০০/-(দুই লক্ষ চৌষট্টি হাজার) টাকা আলামত হিসেবে পাইয়া বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করেন এবং জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেন। উক্ত বিষয়ে ধৃত মাদক ব্যবসায়ী সমুয়েল চাম্বুগং (২৮) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *