রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা

নূরুন নবী রাজশাহী :

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষে রাজশাহীতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১০/১২/২০২৪ তারিখ বেলা ১১ টায় রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের আয়োজনে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের মূল প্রতিপাদ্য “ভ্যাট দিব জনে জনে, অংশ নিবো উন্নয়নে”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো: আবু সাঈদ সোহেল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড, রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-পরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ।
বক্তব্যে প্রধান অতিথি আবু সাঈদ বলেন, দেশের উন্নয়নের জন্য ভ্যাটের কোন বিকপ্ল নেই। দেশের উন্নয়নমূলক কাজে নাগরিকদের দায়বদ্ধতা রয়েছে। তাই স্বদিচ্ছায় বা স্বাচ্ছন্দ্যে ভ্যাট আদায়ে সকলের আগ্রহ বাড়াতে হবে। ভ্যাট প্রদানে কোন রকম কার্পণ্য না করে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট প্রদান করতে হবে। দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধ করতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে করদাতাদের সচেতনতা, রাজস্ব খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ তুলে ধরা হয়। এর আগে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভ্যাট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কমিশনারেটের বিভিন্ন পণ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও সরকার-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *